Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ পল্লী  বিদ্যুতায়ন বোর্ডের হটলাইন নাম্বার-১৬৮৯৯ . 


শিরোনাম
২৭/০৪/২০২৩ খ্রিঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্মানিত সদস্য (প্রশাসন) জনাব মোঃ হাসান মারুফ (যুগ্মসচিব) নাটোর পবিস-১ পরিদর্শন
বিস্তারিত

অদ্য ২৭/০৪/২০২৩ খ্রিঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্মানিত সদস্য(প্রশাসন)  জনাব মোঃ হাসান মারুফ (যুগ্মসচিব) নাটোর পবিস-১ পরিদর্শন করেন। মহোদয় সমিতির সদর দপ্তরসহ পুঠিয়া জোনাল অফিস, পুঠিয়া জোনাল অফিসের আওতাধীন সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্প এবং খেজুরতলা উপকেন্দ্র পরিদর্শন করেন। সমিতির সদর দপ্তরের বোর্ড রুমে সকল কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মাচারীগণের সহিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভার প্রারম্ভে পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয় সমিতি পরিদর্শনের  জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমিতির সার্বিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় (রাজশাহী জোন), নির্বাহী প্রকৌশলী (নাটোর) মহোদয় অ:দা:, ডিজিএম(সিংড়া/পুঠিয়া/বাগমারা/সদর-কারিগরি) মহোদয়, সহকারী প্রকৌশলী (বাপবিবো) মহোদয়, এজিএম (অর্থ/আইটি) মহোদয়সহ মাঠপর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণের অভিমত মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং প্রযোজ্যক্ষেত্রে তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে সদস্য (প্রশাসন) মহোদয় নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদুৎ সরবরাহ এবং গুণগত গ্রাহকসেবা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ও সময়োপযোগী নির্দেশনা প্রদান করেন। পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন সভার সমাপ্তি ঘোষণা করেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
29/04/2023
আর্কাইভ তারিখ
16/12/2023