Wellcome to National Portal

                     পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন।বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

                                            বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/


জেনারেল ম্যানেজারের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিসিয়াল ওয়েবসাইট চালু করতে পেরে আমি অত্যন্ত খুশী হয়েছি। আশা করি ওয়েবসাইটির মাধ্যমে গ্রাহকদের সেবার মান আরো উন্নত করতে সার্মথ্য হবে। পাশাপাশি গ্রাহকবৃন্দও সহজে সমিতির কার্যক্রম ও দরকারী প্রশ্নের সহজ সমাধান পাবে।

পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম স্বাধীন বাংলাদেশে আর্থ- সামাজিক উন্নয়নে একটি সুদৃঢ় সফল সংযোজন। "লাভ নয় লোকসান নয়" এ নীতির ভিত্তিতে পরিচালিত একটি জাতীয় কর্মসূচীকে সফল করার দৃঢ় প্রত্যয়ে নাটোর ও রাজশাহী জেলার ০৬ টি উপজেলায় বিদ্যুত বিতরণে নিয়োজিত নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ একটি সমবায় ভিত্তিক সেবা মূলক প্রতিষ্ঠান। সম্মানিত গ্রাহকগণই সমিতির মালিক ও সেবক। বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম দেশে- বিদেশে প্রশংসিত হয়েছে এবং তারই ধারা বাহিকতা এখনো অব্যাহত আছে।

দাতা ও দাতা সংস্থার সহযোগীতার কারনেই এই সাফল্য অতি সহজে সম্ভব হয়েছে। সারাদেশে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির গুনগত বৈদ্যুতিক সেবা উন্নয়ন কার্যক্রমে আশাকরি আরো অবদান রাখবে। উল্লেখ্য আমরা ইতিমধ্যে বিদ্যুতহীন একালায় বিদ্যুৎ সংযোগে নতুন পরিকল্পনা হাতে নিয়েছি। সবার সহযোগীতায়, আশাকরি গ্রামীন জীবন ও অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিতরণ লাইন রক্ষনাবেক্ষন, গ্রাহক অভিযোগ তড়িৎ নিরসন, সময়মত বিদ্যুৎ বিল বিতরণসহ উন্নত গ্রাহক সেবা প্রদানই আমাদের মুল লক্ষ ।

 এই ওয়েবসাইটটি তৈরীতে যুক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ।



জেনারেল ম্যানেজার
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১।